কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া ৯ বছরের শিশু রোকনের মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থলের ১ কিলোমিটার ভাটিতে খোকসার সিরাজপুর হাওরের মুখে শিশুর মরদেহ পাওয়া যায়। মাছ ধরার জালে তা আটকে ছিল।
খোকসা ফায়ার স্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
শিশুর স্বজনরা জানান, রোকনের বাড়ি খোকসা উপজেলার বাঁধপাড়া গ্রামে। বুধবার দুপুর ১২টায় অন্য বাচ্চাদের সাথে সে নদীতে গোসল করতে নেমেছিল। তারপর সে নিখোঁজ ছিল।
একই সাথে নদীতে গোসলে নামা শিশু রিংকু জানায়, রোকন অন্যদের চেয়ে একটু দূরে চলে গিয়েছিল। স্রোতের টানে সে আর ফিরতে পারেনি। এক সময় রোকন পানিতে ডুবে যায়।
সংবাদ পেয়ে খোকসা উপজেলা ফায়ার সার্ভিসের দল গড়াই নদীতে উদ্ধার তৎপরতা চালায়। শিশুর সন্ধান না পেয়ে তারা ফিরে যায়।
ফায়ার স্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন জানান, খুলনা থেকে আসা ডুবুরিদল বুধবার বিকেল পাঁচটায় গড়াই নদীতে নামে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তারা শিশুকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সকালে ফের চার সদস্যের ডুবুরি দল নদীতে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে ১ কিলোমিটার ভাটিতে হাওরের সংযোগস্থলে জেলেদের জালে ওঠে তার মরদেহ।
ডুবে যাওয়ার ২২ ঘণ্টা পর শিশু রোকনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার কর্মকর্তা।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিল খালা ও ভাগ্নি। পরে ১৩ বছর বয়সী মিম ও খালা চামেলির মরদেহ উদ্ধার করে ফায়াস সার্ভিস।