ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে সোনালী অধ্যায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের মধ্যে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। ছোটখাটো যেসব সমস্যা রয়েছে তারও সমাধানে আমরা অঙ্গীকার করেছি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এখন সোনালী অধ্যায়। গত বছর এই পারস্পরিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। আমরা একটি ইতিহাস সৃষ্টি করেছি। আমরা যেভাবে একসঙ্গে কাজ করেছি তাতে দুই দেশের মধ্যে একটি ইউনিক ইতিহাস সৃষ্টি হয়েছে।’
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।