বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন: ছাত্রলীগ নেতার জামিন

  •    
  • ২৮ এপ্রিল, ২০২২ ১৯:৩৭

কলেজছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলেকে টানা ৫ ঘণ্টা নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ করলো, মাথা ন্যাড়া করে দিল। এরপর মোবাইলে আমার স্ত্রীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করলো। পুলিশ সুপারের হস্তক্ষেপে তালা থানায় মামলাটি রেকর্ড হলেও প্রধান আসামি গ্রেপ্তারের পরই জামিন। এটি আসামিদের আরও উসকে দেয়া হলো।’

সাতক্ষীরার তালায় কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময়কে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে জামিন দিয়েছে আদালত।

আকিবকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তোলা হয় সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে। আসামিপক্ষের আইনজীবী তার জামিনের জন্য আবেদন করলে বিচারক মহিদুল ইসলাম তা গ্রহন করে জামিন দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামি আকিব উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি তালা সদরের মাঝিয়াড়া গ্রামে। ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

তিনিসহ ৫ জনের নামে শোয়েবকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে মামলা করেন তার বাবা আজিজুর রহমান। মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার এসআই চন্দন কুমার জানান, মামলাটি নথিভুক্ত করা হয় ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৭৯ ও ৫০৬ ধারায়।

এই ধারায় মামলা জামিনযোগ্য নয় জানিয়ে আইনজীবী লতিফ বলেন, ‘এ মামলায় আদালতের ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারেন না। ঈদ গ্রাউন্ডে হয়ত জামিন দিয়েছেন নতুন ম্যাজিস্ট্রেট। আগামী ধার্যদিনে মামলার বাদী বিষয়টি আদালতে উপস্থাপন করে জামিন বাতিলের আবেদন করতে পারবেন।’

আসামিকে গ্রেপ্তারের পরদিন জামিন দেয়ায় ক্ষুব্ধ বাদী আজিজুর।

তিনি বলেন, ‘আমার ছেলেকে টানা ৫ ঘণ্টা নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ করলো, মাথা ন্যাড়া করে দিল। এরপর মোবাইলে আমার স্ত্রীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করলো। পুলিশ সুপারের হস্তক্ষেপে তালা থানায় মামলাটি রেকর্ড হলেও প্রধান আসামি গ্রেপ্তারের পরই জামিন। এটি আসামিদের আরও উসকে দেয়া হলো।

‘আমার পরিবার আবারও আতঙ্কের মধ্যে পড়লো। পরস্পর যোগসাযোশ করে এই জামিন করানো হয়েছে। আমি ন্যায় বিচার বঞ্চিত হচ্ছি।’

মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী এবং ছাত্রলীগ কর্মী জে আর সুমন, মো. জয় ও নাহিদ হাসান উৎস।

যা ঘটেছিল

নির্যাতনের শিকার কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময় তালা সদরের জাতপুর গ্রামের নার্সারি ব্যবসায়ী শেখ আজিজুর রহমানের ছেলে। তন্ময়ের অভিযোগ, গত ২৪ এপ্রিল তালা সরকারি কলেজের একটি কক্ষে তাকে দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত নির্যাতন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মাথা ন্যাড়া করে বিবস্ত্র অবস্থায় মারপিট ও ভিডিও ধারণ করা হয়। এরপর বাড়িতে ফোন দিয়ে তার মায়ের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়।

কেন মারধর করা হয়েছে এই প্রশ্নের জবাবে তন্ময়ের চাচাতো ভাই জুবায়ের আহমেদ বলেন, ‘মারধর করার আগে আকিব (ছাত্রলীগ থেকে বহিষ্কৃত) তাকে (তন্ময়কে) বারবার জিজ্ঞাসা করেছে, কেন সে তার চাচাতো বোনকে হুমকি দিয়েছে। তবে তন্ময় তাকে (আকিব) বলেছে, যদি সে কারও সঙ্গে এ রকম করে থাকে তবে তাকে হাজির করতে। এই কথা শোনার পরও তারা থামেনি। লাঠি, রড দিয়ে মারধর করেছে।’

এ ঘটনায় রোববার রাতেই মামলা করতে যান কলেজছাত্রের বাবা আজিজুর রহমান। মামলা গ্রহণ না করায় রাত ৩টার দিকে তিনি চলে আসেন। পরদিন দুপুরে মামলা নথিভুক্ত হয়।

তন্ময়কে মারধরের কথা স্বীকার করেছিলেন ছাত্রলীগকর্মী জয়। তিনি বলেন, ‘তন্ময়কে ডেকে এনে মারপিটের কিছু ঘটনা ঘটেছে। পরে এ ঘটনা মিটমাটও হয়েছে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন জানান, ছাত্রলীগের নেতা আকিবের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন করে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে তন্ময়ের সঙ্গে। তন্ময়ের ওপর প্রতিশোধ নিতে আকিব তাকে ডেকে এনে মারপিট করে ও মাথা ন্যাড়া করে দেয়।

এ বিভাগের আরো খবর