নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় তাপসের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম কবির এই মামলা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকটি ফেসবুক আইডি থেকে মেয়র তাপসের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে।
গত ১৮ এপ্রিল নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা পরের দিন ব্যাপক সহিংসতা ঘটায়। সে সংঘর্ষ দুই জন নিহত হয়েছেন। আহত হন শতাধিক।
মামলায় উসকানি দেয়ায় নিউ মার্কেট থানার এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নাহিদ নামের এক কুরিয়ার কর্মীকে হত্যার মামলায় ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।