চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেককে হত্যার ঘটনায় করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর সিআরবি এলাকার সাত রাস্তার মোড় থেকে বুধবার রাত ১০টার দিকে আসামি প্রিয়ম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যার ঘটনায় এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আসকারের বাবার করা হত্যা মামলার অন্যতম আসামি এই প্রিয়ম। তার বাড়ি চন্দনাইশ উপজেলার বৈলতলী এলকায়। তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি জাহিদুল।
এদিকে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ২০১৯ সালের দ্রুত বিচার আইনে একটি মামলা আদালতে বিচারাধীন।
শুক্রবার রাতে নগরীর চেরাগী মোড়ে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক। তিনি নগরীর বিএফ শাহীন কলেজের ছাত্র ও নগরের জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
এ ঘটনায় শনিবার আসকারের বাবা সৈয়দ মোহাম্মদ তারেক আটজনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার আট আসামি হলেন শোভন ধ্রুব, প্রান্ত, শ্রাবণ, শচীন, রুবেল দত্ত, অর্ক ও মহান চৌধুরী। এদের মধ্যে শোভন দত্তকে হত্যার ঘটনার দিনই আটক করে পুলিশ। পরে গ্রেপ্তার দেখানো হয়।