চট্টগ্রামের বোয়ালখালী থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খালের পাড় থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জাবেদ হোসেন পূর্ব চরণদ্বীপ এলাকার মো.জাবেলের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তিনি বুধবার রাতে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। তার অটোরিকশাটি এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করে তাকে খুন করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।