বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে ৮ দিনের ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

  •    
  • ২৮ এপ্রিল, ২০২২ ১১:৩৭

ভোমরা শুল্ক বিভাগের সহকারী কমিশনার আমীর মামুন বলেন, ‘০৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।’

ঈদ উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমান।

তিনি জানান, ঈদ উপলক্ষে আগামী শুক্রবার থেকে সপ্তাহের পুরো ৮দিনই বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।

তিনি আরও জানান, ০৫ মে সরকারি ছুটি। তবে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ৭ মে শনিবার থেকে বন্দরের কার্যক্রম আবারও যথারীতি শুরু হবে।

ভোমরা শুল্ক বিভাগের সহকারী কমিশনার আমীর মামুন বলেন, ‘০৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।’

এ বিভাগের আরো খবর