বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেহেরি খেয়েই ট্রেন ধরতে এসেছেন তারা

  •    
  • ২৮ এপ্রিল, ২০২২ ০৯:০৭

যাত্রীরা জানান, ঈদে বাড়ি যাওয়া যেন মিস না হয়, তাই সেহরির পর না ঘুমিয়ে আগেই স্টেশনে এসে বসে রয়েছেন তারা। প্রচণ্ড গরমের কারণে অনেকেই সঙ্গে এনেছেন হাত পাখা। তবে খুব বেশি ভিড় ছিল না দিনের প্রথম ভাগে।

গতকাল বুধবার থেকে এবারের বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রা শুরু হয়েছে। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।

বৃহস্পতিবার চলছে ঈদযাত্রার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খুব বেশি ভিড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট পেতে ভোগান্তি পোহাতে হলেও যাত্রাপথে কোনো সমস্যা হবে না, এমনটাই প্রত্যাশা যাত্রীদের।

স্টেশনে ঘুরে দেখা গেছে, সকালের দিকের ট্রেন ধরতে অনেক আগেই চলে এসেছেন যাত্রীরা। অনেকেই রওনা দিয়েছেন সেহেরি খেয়েই। তবে খুব বেশি ভিড় ছিল না দিনের প্রথম ভাগে।

যাত্রীরা জানান, ঈদে বাড়ি যাওয়া যেন মিস না হয়, তাই সেহেরির পর না ঘুমিয়ে আগেই স্টেশনে এসে বসে রয়েছেন তারা। প্রচণ্ড গরমের কারণে অনেকেই সঙ্গে এনেছেন হাতপাখা।

ঈদযাত্রার দ্বিতীয় দিন, সেহেরি খেয়েই ট্রেন ধরতে কমলাপুর স্টেশনে এসেছেন যাত্রীরা। ছবি: নিউজবাংলা

স্টেশন থেকে ৯টা ২০ মিনিটে উত্তরাঞ্চলের দিকে ছেড়ে যাবে রংপুর এক্সপ্রেস। ওই ট্রেনের যাত্রী সজিবের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সকাল সকাল চলে এসেছি স্টেশনে। সেহেরি খেয়ে এ জন্য ঘুমাইনি। যদি ট্রেন ধরতে না পারি, তাহলে তো পরিবারের সঙ্গে ঈদ করতে পারব না। যে কষ্টে টিকিট পেয়েছি! বাড়িই যদি না যেতে পারি তাহলে সব কষ্ট জলে যাব।’

আরেক যাত্রী অনন্যা বলেন, ‘শুনেছি গতকাল কয়েকটি ট্রেন দেরিতে গেছে। তারপর বাসা থেকে আগেই বেরিয়েছি। ঘুমিয়ে পড়লে আর বাড়ি যাওয়া হবে না এই শঙ্কাই ঘুম হাওয়া হয়ে গেছে।’

ঝিনাইদহে যাবেন শাহরিয়ার। তিনি বলেন, ‘আমার ট্রেন ছাড়বে ৮টা ১৫ মিনিটে। কিন্তু আমি এসেছি আরও দেড় ঘণ্টা আগে। সেহেরি খাওয়ার পরে ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাইনি। পরে দেখা গেল আধা ঘণ্টা ঘুমাব বলে চার ঘণ্টা ঘুমিয়েছি, ট্রেন মিস করে বাড়ি যাওয়া হলো না। সব কষ্ট বৃথা গেল।’

বুধবার ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্ব থাকায় পরের ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ৬টা ২০ মিনিটে ঈদযাত্রার দ্বিতীয় দিন শুরু হয়। ।

আগের দিনের মতো ট্রেন বিলম্বিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে শাহরিয়ার বলেন, এখন পর্যন্ত তো ভালোই দেখছি। কোনো ঝক্কিঝামেলা পোহাতে হয়নি। স্টেশনে গেঞ্জামও কম। এখন ট্রেন দেরি না করলেই হয়।

ঈদযাত্রার দ্বিতীয় দিন সকালের দিকের ট্রেন ধরতে অনেক আগেই কমলাপুর স্টেশনে চলে এসেছেন যাত্রীরা। ছবি: নিউজবাংলা

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে যাত্রা করবেন। এর মধ্যে শুধু আন্তনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজারের বেশি।

ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন ২৭ এপ্রিল, ২৪ এপ্রিলে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিলে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিলে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেয়া হয় ১ মের টিকিট।

এ বিভাগের আরো খবর