রংপুরের পীরগঞ্জ লালদীঘি থেকে অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ চক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩।
বুধবার রাত সাড়ে ৯টায় র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ‘গত ১৫ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় এক ব্যক্তি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে অপহরণ মামলা করেন। ওই মামলার একটি কপি র্যাবকে সরবরাহ করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে র্যাব কাজ শুরু করে।’
মাহমুদ বশীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জের লালদীঘি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার আসামিরা হলেন সাজ্জাদ হোসাইন ওরফে আবির, আনোয়ার হোসেন ওরফে হিরন, সাইফুল ইসলাম ওরফে আরিফ।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ওই কিশোরীকে অপহরণের দায় স্বীকার করেছেন। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘র্যাব যে তিনজন আসামি পাঠিয়েছে তাদের আমরা রিসিভ করেছি। আগামীকাল আদালতে পাঠানো হবে।’