রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের ছাত্রদের হামলা-সংঘর্ষে মোরসালিন নিহত হওয়ার ঘটনাটি ক্লু-লেস বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের ধারণা, ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। ইটটি কোথা থেকে ছোড়া হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, এই সংঘর্ষে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে এই হত্যার দায় নিতে হবে।
মাহবুব আলম বলেন, ‘নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। এ সংক্রান্ত দুটি মামলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। একটি নাহিদ হত্যা, আরেকটি মোরসালিন হত্যা।
‘নাহিদ হত্যাকাণ্ডের ফুটেজ চুলচেরা বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিতকরণের কাজটি ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। তবে মোরসালিন হত্যাকাণ্ডটি এখনো ক্লু-লেস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলা-সংঘর্ষ চলাকালে ছুড়ে মারা ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘ঢাকা কলেজের হল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে অথবা আত্মগোপনে আছে। তবে ডিবির একাধিক টিম তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে ভালো ফল জানানো সম্ভব হবে।’
শনাক্তকারীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল কি না জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই৷ তবে যারা হেলমেট পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তারা সবাই সন্ত্রাসী। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’