বরিশালের মুলাদীতে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে বুধবার বেলা ১১টার দিকে শিশুদুটি পুকুরে পড়ে যায়। মরদেহ উদ্ধার করা হয় দুপুর ২টায়।
মৃত শিশুরা হলো ওই গ্রামের সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান ও সুমনের ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার।
মুলাদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিয়ানের বাবা সুমন খান বলেন, ‘শিশুদুটি উঠানে খেলা করছিল। পরে পুকুরপারে খেলা করছিল বলে শুনেছি। তারপর কীভাবে পুকুরে পরে গেছে বুঝতে পারছি না। হয়ত খেলা করতে করতেই পড়ে গেছে।’
তিনি জানান, উঠানের কাছেই ওই পুকুর। শিশুদের উঠানে না পেয়ে তিনি ও পরিবারের লোকজন আশপাশে খুঁজতে থাকে। দুপুরে শিশুদের দেহ পুকুরে ভেসে ওঠে। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার এসআই ইউসুফ জানান, শিশুদুটি খেলতে গিয়ে পুকুরে ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছেই দেয়া হয়েছে।
এদিকে ভোলার মনপুরায় বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ৩ বছরের শিশু মিমের মরদেহ।
উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রাম বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাইম হাসনাত জানান, খেলতে গিয়ে অসাবধানতায় পুকুরে পড়ে যায় শিশুটি। তার মরদেহ ভেসে উঠতে লোকজন হাসপাতালে নিয়ে আসে। তবে তার আগেই ছোট্ট মিমের মৃত্যু হয়।