বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাইকে হত্যা: স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  •    
  • ২৭ এপ্রিল, ২০২২ ১৪:০৯

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে মতিন ও লতিফের মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ওই রাস্তায় লতিফ মাচা দিয়ে লাউ চাষ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মতিন ১৬ এপ্রিল লাউয়ের গাছ উপড়াতে গেলে লতিফ ও শেফালী লাঠি দিয়ে তাকে আঘাত করে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের ত্রিশালে হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকা থেকে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকিরবাড়ী এলাকার আ. লতিফ ও তার স্ত্রী শেফালী বেগম।

নিহত ব্যক্তির নাম আ. মতিন, তিনি গ্রেপ্তার আ. লতিফের ছোট ভাই।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মতিন ও লতিফের মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ওই রাস্তায় লতিফ মাচা দিয়ে লাউ চাষ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মতিন ১৬ এপ্রিল লাউয়ের গাছ উপড়াতে গেলে লতিফ ও শেফালী লাঠি দিয়ে তাকে আঘাত করে।

পরিবারের লোকজন মতিনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেজর আখের মুহম্মদ জয় বলেন, এ ঘটনায় ১৮ এপ্রিল নিহতের স্ত্রী বাদী হয়ে লতিফ ও শেফালীকে আসামি করে মামলা করেন।

মামলার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান তারা। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালায়। আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর