শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধারের কথা জানানো হয়েছে।
সকাল পৌনে ৯টার দিকে ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো বারগুলো উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ।
তিনি জানান, বিমানবন্দরে স্বর্ণের চোরাচালান হতে পারে এমন খবরে বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। এক পর্যায়ে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের টয়লেটে অভিযান চালান। এ সময় একটি ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বান্ডেল গোল্ডবার উদ্ধার করা হয়।
অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো দেশে আনা হয়েছিল বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, বারগুলো ওজনে ৫ দশমিক ৩৬ কেজি, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।