লক্ষ্মীপুরে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ উঠেছে।
রায়পুর উপজেলার বামনীর পশ্চিম সাগরদীর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রবিন হাওলাদার বামনীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বামনীর পশ্চিম সাগরদীর কালভার্ট এলাকায় স্থানীয় যুবকরা প্রায়ই আড্ডা দেন। মাঝেমধ্যে তারা নেশাও করেন। মঙ্গলবার ইফতারের পর রবিনসহ কয়েকজন সেখানে আড্ডা দিচ্ছিলেন। সে সময় রবিনের সঙ্গে ইউনিয়ন ছাত্রদল নেতা শান্তর সেখানে সিনিয়র-জুনিয়র বসা নিয়ে তর্ক হয়। কিছুক্ষণ পর সবাই বাড়ি চলে যায়।
সাবেক ছাত্রলীগ নেতা মো. কাউছার নিউজবাংলাকে বলেন, ‘এই ঘটনার সমাধানের কথা বলে রাতে রবিনকে ডেকে নেয়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে শান্তর নেতৃত্বে রবিনের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়।’
স্থানীয়রা তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ওসি শিপন বলেন, ‘রাতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে রবিনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’