বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকিটের লাইনের কষ্ট ঘুচল স্বস্তির যাত্রায়

  •    
  • ২৭ এপ্রিল, ২০২২ ১২:১০

কমলাপুর থেকে সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের স্টেশন ছাড়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঈদযাত্রার। দুপুর পর্যন্ত এক ঘণ্টার বেশি কোনো ট্রেনই বিলম্ব করেনি।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কেনা টিকিটে অনেকটা স্বস্তিতেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদযাত্রার প্রথম দিনে ট্রেন আসতে কিছুটা বিলম্ব হলেও খুব বেশি ভিড় নেই স্টেশনে।

বুধবার সকাল থেকে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে অন্য যানবাহনের সঙ্গে ট্রেনেও গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে নগরবাসী। গত দুই বছর করোনাভাইরাসের কারণে বাড়ি যেতে পারেননি অনেকে। এবার তাই নাড়ির টানে ফিরতে পেরে আনন্দ বেড়েছে কয়েক গুণ।

কমলাপুর থেকে সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের স্টেশন ছাড়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঈদযাত্রার। দুপুর পর্যন্ত এক ঘণ্টার বেশি কোনো ট্রেনই বিলম্ব করেনি।

রেলস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। শিশুদের মধ্যে ছিল সবচেয়ে বেশি আনন্দ-উচ্ছ্বাস। ট্রেন কিছুটা দেরিতে এলেও খুব একটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি অধিকাংশ যাত্রীকেই।

রাজধানীর মুগদায় পরিবারসহ থাকেন ব্যবসায়ী জসিম। স্ত্রী মিতু ও দুই মেয়েকে ট্রেনে কিশোরগঞ্জে পাঠাতে কমলাপুরে এসেছেন তিনি। তার স্ত্রী মিতু নিউজবাংলাকে বলেন, ‘আসলে খুবই ভালো লাগছে। গত দুই বছর আমরা ঈদ করতে পারিনি। এ কারণে এবার বাড়ি যেতে ভালো লাগছে।’

একই ট্রেনে কিশোরগঞ্জ যাবেন নার্সিং কলেজের ছাত্রী আফরোজা আক্তার। তিনি বললেন, ‘ঈদ করতে যেতে সবারই ভালো লাগে। দুই বছর ঈদে বাড়ি যেতে পারিনি, এবার তাই বেশি ভালো লাগছে।’

অগ্নিবীণা এক্সপ্রেসে ময়মনসিং যাবে চার বছরের শিশু আবিয়ান। বাবা-মায়ের সঙ্গে দাদু বাড়ি যাচ্ছে বলে নিউজবাংলাকে জানাল সে। রাজধানীর মিরপুর-১৩ নম্বরে থাকে তার পরিবার। নিউজবাংলাকে আবিয়ান বলে, ‘এখন স্কুল বন্ধ। খুব মজা লাগছে।’

রংপুর এক্সপ্রেসে মায়ের সঙ্গে গাইবান্ধা যাচ্ছে তিন বছরের শিশু মেয়ে সিনহা। খুব খুশি সে। নিউবাংলাকে সে বলে, ‘বাড়ি যাচ্ছি ঈদ করতে। খুব মজা হবে। গত বছর বাড়ি যেতে পারিনি।’

একতা এক্সপ্রেসে দিনাজপুর যাচ্ছেন কলেজ ছাত্র মুরাদ। নিউজবাংলাকে তিনি জানান, ঈদে বাড়ি যেতে পেরে স্বস্তি লাগছে। এবার অনেকের সঙ্গে দেখা হবে।

বাবা-মায়ের সঙ্গে অগ্নিবীণা এক্সপ্রেসে জামালপুরে যাচ্ছে ৯ বছরের সাদিয়া আক্তার তন্নি। নিউজবাংলাকে সে বলে, ‘ঈদে বাড়ি যাচ্ছি। নানু বাড়ি যাব, দাদু বাড়ি যাব।’

ইসরাত জাহান ও আব্দুস সালাম দম্পতি জানান, বাচ্চাদের খুশিতে তারাও আনন্দিত। ইসরাত জাহান বলেন, ‘বাড়ি যাওয়ার আনন্দে বাচ্চাগুলো স্থির হচ্ছে না। ওদের আনন্দ দেখে আমাদের হৃদয় জুড়াচ্ছে। আগের বছর করোনার কারণে ভালোমতো ঈদ উদযাপন করতে পারিনি। আত্মীয়দের বাড়ি যাওয়া হয়নি।’

বেসরকারি চাকরিজীবী আব্দুস সালাম বলেন, ‘জ্যাম ভেবে এক ঘণ্টা আগেই বের হয়েছি। জ্যাম ছিল না, মোটামুটি স্বাভাবিক রাস্তাঘাট। স্টেশনে খুব বেশি ভিড় নেই। ভোগান্তিতে পড়তে হয়নি। সুন্দরভাবে চলছে এখন পর্যন্ত।’

বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দ ফুটে উঠেছে ছোট্ট ইরার মুখেও। বাবা-মা ও মামার সঙ্গে বাড়িতে যাচ্ছে সে। আধো আধো বুলিতে সে বলছিল, ‘ঈদের দিন দাদুর কাছে যাব।’

ঈদুল ফিতরকে সামনে রেখে ১৩ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। চাঁদ দেখার ওপর নির্ভর করলেও ৩ মে ঈদ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ২৩ এপ্রিল থেকে।

ঈদযাত্রার টিকিট কিনতে প্রতিদিনই রাজধানীর পাঁচটি স্টেশনে ভিড় জমিয়েছে মানুষ। বুধবার ঈদযাত্রার টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর লাইনে ভিড় রয়েছে আগের মতোই।

ঈদের পর ৫ মে যারা ঢাকায় ফিরবেন, তাদের জন্য ১ মে, ৬ মের জন্য ২ মে, ৭ মের জন্য ৩ মে এবং ৮ মের জন্য ৪ মে টিকিট বিক্রি করা হবে।

এ বিভাগের আরো খবর