বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

  •    
  • ২৬ এপ্রিল, ২০২২ ২৩:১৮

জেলা প্রশাসক মদন উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমরা পর্যায়ক্রমে জেলার অন্য নয়টি উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে গড়ে তুলব।’

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেত্রকোণা জেলার ৩৪৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে দুই শতক জমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। এ সময় মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবেও ঘোষণা দেয়া হয়।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর ও জমি হস্তান্তরের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মদন উপজেলার ইউএনও বুলবুল আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে নেত্রকোণার ১০ উপজেলার জন্য ৩৫৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমিসহ ঘর বরাদ্দ করা হয়েছিল। এরমধ্যে মঙ্গলবার মদনের ৫০টিসহ মোট ৩৪৭ পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আরও ১ হাজার ৮৮৫ পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মদন উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমরা পর্যায়ক্রমে জেলার অন্য নয়টি উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে গড়ে তুলব।’

মদন পৌর এলাকার মনোহরপুর গ্রামের কাজল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামীর কোনো বাস্তুভিটা ছিল না। মগড়া নদীর পাড়ের একটি ঝুপড়ি ঘরে থাকতাম।

‘কিছুদিন আগে উচ্ছেদ অভিযানে সেই ঘরটিও ভেঙে দেয়া হয়। ওই সময় ইউএনও স্যার আমাকে একটি ঘর দেবেন বলেছিলেন। শেখের বেটির (প্রধানমন্ত্রীর) উপহার হিসেবে আজ আমি সেই ঘরটি পেয়েছি। এমন একটা ঘরে ঘুমানোর কথা জীবনেও চিন্তা করি নাই।’

এ বিভাগের আরো খবর