ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গ্রামপুলিশ সদস্যকে মারধরের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রত্যাহার করা হয়েছে।
তাকে সোমবার রাতে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. হাফিজা জেসমিন।
মারধরের অভিযোগ তোলা গ্রামপুলিশের নাম আবু তাহের। তিনি উপজেলার জাটিয়া ইউনিয়ন গ্রামপুলিশের সদস্য।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া নিউজবাংলাকে বলেন, ‘সোমবার দুপুরে আমি থানায় ছিলাম না। পরে জানতে পারি ওই সময় ঈশ্বরগঞ্জ থানায় হাজিরায় যান গ্রামপুলিশ তাহের। তাকে তখন মারধর করেন এসআই আরাফাত। তাহের এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’
গ্রামপুলিশ তাহের বলেন, ‘প্রতি সপ্তাহের মতো সোমবার থানায় হাজিরা দিতে আসি। সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকার সময় এসআই আরাফাত তাহের নামে কেউ আছে কি না জিজ্ঞাসা করেন। এ সময় আমি আছি বলতেই তিনি আমার শার্টের কলার ধরে একটি রুমে নিয়ে যান। সেখানে নিয়ে বেত দিয়ে আমাকে মারধর করেন।’
তাহের জানান, আগের একটি মামলার তদন্তের জন্য তার কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে মারধর করেন এসআই আরাফাত। তার চাকরি খেয়ে ফেলা হবে বলে হুমকিও দেন।
অভিযোগের বিষয়ে জানতে এসআই আরাফাতের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। নিউজবাংলার পরিচয় দিয়ে এসএমএস পাঠানো হলেও উত্তর দেননি।