ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নাসিরগরের বুড়িশ্বর ইউনিয়নে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোহাম্মদ আনিছুর রহমান।
নিহতের নাম নায়েব মোল্লা, তার বাড়ি ইউনিয়নের শ্রীঘর গ্রামে।
স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা আনিছুর জানান, ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃষক জালাল উদ্দিন ক্ষেত থেকে ধান তুলে বাড়ি নেয়ার জন্য মো. জুনায়েদের ট্রাক্টর ভাড়া করেন। জুনায়েদের বাড়ি পাশের শ্রীঘর গ্রামে।
আনিছুর জানান, জালাল উদ্দিন ৫০০ টাকা চুক্তিতে জুনায়েদের ট্রাক্টর ভাড়া করেছিলেন। তার অভিযোগ, মঙ্গলবার দুপুরে ধান ট্রাক্টরে তোলার সময় জুনায়েদ মাঝপথে বাধা দেন। তিনি জালালকে জানান, বেশি ধান বহন করা যাবে না। আর জালাল তাকে জানান, চুক্তি হিসেবে কম ধান তোলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ট্রাক্টরে ধান তোলা নিয়ে জালাল ও জুনায়েদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই গ্রাম থেকে তাদের লোকজন জড়ো হয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যান নায়েব।
আনিছুর বলেন, ‘আমরা তদারকি করছি ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে দু গ্রাম সংঘর্ষে নেমে পড়ার পেছনে কারো ইন্ধন রয়েছে কি না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’