বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে বিরোধে নারী ‘খুন’

  •    
  • ২৬ এপ্রিল, ২০২২ ১৩:৪৯

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম পিনিসা আক্তার। ৫০ বছর বয়সী পিনিসা গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। বিয়ে বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

পিনিসার ছোট ভাই রেহট মিয়ার বরাতে তিনি জানান, একখণ্ড জমি নিয়ে প্রতিবেশী এরশাদ মিয়া ও সালেক মিয়াদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে পিনিসা আক্তারসহ দুজন আহত হন। স্বজনরা গুরুতর আহত পিনিসাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ বিভাগের আরো খবর