নেত্রকোণার খালিয়াজুরীতে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি ফসল রক্ষা বাঁধ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।
নিজের জলমহালে (বিল) নদীর মাছ প্রবেশ করাতে রাতে ওই নেতা পেটনা হাওরের বাঁধটি কেটে দেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে পেটনাসহ আশপাশের কয়েকটি হাওরে পানি ঢুকছে রাত থেকেই।
অভিযুক্ত উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম গত নির্বাচনে নৌকা প্রতীকে লড়ে পরাজিত হন। তিনি খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
খালিয়াজুরীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত নিউজবাংলাকে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
সরকারি বাঁধটি কাটায় জড়িতদের চিহ্নিত করে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও।
জগন্নাথপুর গ্রামের মাহবুবুর রহমান, আইনুল হক, নজরুল ইসলামসহ কয়েকজন কৃষক জানান, পেটনা এলাকায় লোকমান হেকিমের একটি জলমহাল রয়েছে। এটি তিনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়েছেন। জলমহালটি মরাধনু নদীর পাশে অবস্থিত। ওই জলমহালে যাতে নদীর মাছ ঢুকতে পারে, সে জন্য তিনি সোমবার রাত ১০টার দিকে লোকজন নিয়ে বাঁধটির একটি অংশ কেটে দেন।
বাঁধ কাটার খবর পেয়ে রাতেই এলাকাবাসী বাঁধে গিয়ে লোকমানকে ধাওয়া দেন। এ সময় তার একটি মোটরসাইকেল জলমহালে ফেলে দেন বিক্ষুব্ধরা।
অভিযোগের বিষয়ে জানতে লোকমান হেকিমকে একাধিকবার ফোন দেয়া হলেও তা না ধরায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
খালিয়াজুরীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এলাকার কৃষকরা আমাকে রাতেই বিষয়টি জানিয়েছেন। তারা সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। আমরা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাতেই বাঁধটি মেরামতের কাজ শুরু করেছি। এলাকার কৃষকরাও বাঁধটি রক্ষায় এগিয়ে এসেছেন। এখনও বাঁধটিতে কাজ চলছে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, ‘বাঁধটি গত বছরের পুরোনো। কিন্তু মজবুত ছিল। মরাধনু নদীর পাশের বাঁধ এটি। জলমহালে মাছ ঢোকাতে গিয়ে বাঁধটি কেটে ফেলেছে। আমাদের কর্মচারী ও শ্রমিকদের কাজে লাগিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মেরামত হয়ে যাবে।’
ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ‘সরকারি বাঁধটি কেটে দেয়ায় পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্তৃপক্ষকে একটি মামলা দায়ের করতে বলেছি। ইতোমধ্যে বাঁধ কাটায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। মামলারও প্রস্ততি চলছে।’