বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শহরের সরকারি আজিজুল হক কলেজ গেটের সামনে সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল হাকিমের বাড়ি শিবগঞ্জ উপজেলার রামপুর ভালুঞ্জা গ্রামে। তিনি শিবগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি পরিবার নিয়ে বগুড়া শহরের উপশহর এলাকায় ভাড়া থাকতেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসে রাত ৮টার দিকে কাটা পড়েন আব্দুল হাকিম। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
এসআই আমিনুল বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’