সব চেষ্টা বিফল করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে হালির হাওর।
রাত ১২টার দিকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে ঢলের পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে যায়। বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সময় ওই চেয়ারম্যান একটি ফেসবুক লাইভও করেন। লাইভে তিনি বলেন, ‘আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হলো না। আমাদের সব চেষ্টা বিফলে গেছে। হেরাকান্দি গ্রামের বাঁধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে।’
লাইভে তিনি আশপাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষার জন্য প্রচেষ্টা চালানোর অনুরোধ করছিলেন।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবকে একাধিবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘যেদিক দিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকেছে, সেখানে আমাদের ৯৯ শতাংশ ধান কাটা শেষ। তবে এখান থেকে ৩-৪ কিলোমিটার দূরে ৫০০ একর জায়গার ধান কাটা বাকি আছে। ভয়ের কিছু নেই। আমাদের ২৫টি হারভেস্টার মেশিন কাজ করছে। আমরা ধানগুলো পানি আসার আগেই কেটে ফেলতে পারব।’