বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়ে বহির্ভূত সম্পর্কে বাধা দেয়ায় শ্বশুরকে ‘হত্যাচেষ্টা’

  •    
  • ২৫ এপ্রিল, ২০২২ ২৩:৩৯

শ্বশুর মোস্তফা মিয়া জানান, ৮ বছর আগে তার সৌদি প্রবাসী ছেলে জাহাঙ্গীর রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়ার মানিক হোসেনের মেয়ে সায়মা সুলতানা ওরফে মিতুকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন জাহাঙ্গীর সৌদি আরবে চলে যান। এই সুযোগে পুত্রবধূ মিতু বিয়ে বহির্ভূত সম্পর্কে আসক্ত হয়ে পড়েন।

লক্ষ্মীপুরে রামগঞ্জের তাহেরপুর এলাকায় সৌদি প্রবাসী ছেলের স্ত্রীর বিয়ে বহির্ভূত সম্পর্কে বাধা দেয়ায় শ্বশুর মো. মোস্তফা মিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে জেলার সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে একটি মামলা হয়েছে।

শ্বশুর মো. মোস্তফা মিয়ার অভিযোগ, মামলা করার পর আরও ক্ষিপ্ত হয়ে গেছেন আসামি পুত্রবধূসহ অন্যরা। তাই প্রাণভয়ে স্ত্রী আলেয়া বেগমকে নিয়ে এখন বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন তিনি।

সোমবার সকালে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে মোস্তফা মিয়া সাংবাদিকদের জানান, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে তার সংসার। দুই ছেলের মধ্যে বড় ছেলে ইলিয়াস হোসেন কুয়েত ও ছোট ছেলে জাহাঙ্গীর আলম সৌদি আরবে চাকরি করেন।

৮ বছর আগে তার সৌদি প্রবাসী ছেলে জাহাঙ্গীর রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়ার মানিক হোসেনের মেয়ে সায়মা সুলতানা ওরফে মিতুকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন জাহাঙ্গীর সৌদি আরবে চলে যান। এই সুযোগে পুত্রবধূ মিতু বিয়ে বহির্ভূত সম্পর্কে আসক্ত হয়ে পড়েন।

মোস্তফা বলেন, ‘এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাতে নিজ ঘরে পুত্রবধূকে অন্য একটি ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলি। এ নিয়ে স্থানীয়ভাবে বৈঠকও হয়। এর জের ধরে ১৬ এপ্রিল রাতে কাঁচাবাজার আনা নিয়েও পারিবারিকভাবে ঝগড়া হয়। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে আমাদের ওপর হামলা হয়।’

মোস্তফা মিয়ার অভিযোগ, হামলার এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় মিতুসহ তার পরিবারের লোকজন। পরে ঘরের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্রসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে সায়মা সুলতানা ওরফে মিতু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে তিনি অতিষ্ট। এই অভিযোগে রামগঞ্জ থানায় তিনি একটি অভিযোগও দিয়েছেন।

হামলা ও শ্বশুরকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার বিষয়টিও অস্বীকার করেছেন মিতু।

মিতুর বাবা মানিক হোসেন জানান, তার মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছে তার শ্বশুরবাড়ির লোকজন। থানা, পৌর কাউন্সিলর ও স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি তিনি ইতোমধ্যেই জানিয়েছেন।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ‘সায়মা সুলতানার পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। সে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আদালতে কোনো মামলা হয়েছে কি-না সে বিষয়টি জানা নেই।’

উল্লেখ্য, হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার ঘটনায় গত ১৯ এপ্রিল লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে পুত্রবধূ মিতুকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন শ্বশুর মোস্তফা মিয়া। মামলায় মিতু ছাড়াও আরও ৪ জনের নাম উল্লেখ করে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে আদালত মামলাটি আমলে নিয়ে ১২ জুনের মধ্যে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করে।

এ বিভাগের আরো খবর