পুলিশ হত্যাসহ নানা অপরাধে ১২ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি বন্দুক, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও দুটি কার্তুজ উদ্ধার হয়েছে।
রাজবাড়ী পাংশা থানার পুলিশ রোববার রাত সাড়ে ১০টার দিকে সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সালমান শাহ পাংশা উপজেলার খামারডাঙ্গি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। অপর আসামি মোহাম্মদ কাজল বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার অনাথ আলীর ছেলে। তারা অস্ত্রসহ একটি মেহগনি বাগানে লুকিয়ে ছিলেন।
সালমান শাহের বিরুদ্ধে দুটি হত্যা, একটি ডাকাতিসহ ১২টি মামলা আছে। কাজলের বিরুদ্ধেও আছে ১২টি মামলা। তারা খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে পুলিশ দাবি করেছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের মামলা আছে ১২টি।’