রংপুর পীরগাছার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল হাজ্জাজের দুর্নীতি ও অনিয়মের তথ্য যাচাই করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন নথি যাচাই করেন।
দুদক জানায়, পীরগাছা হাসপাতালের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ ১০টি অনিয়মের অভিযোগ আছে সাবেক কর্মকর্তা ডা. আবু আল হাজ্জাজের বিরুদ্ধে। তিনি বর্তমানে নীলফামারীর একটি হাসপাতালে কর্মরত। তার বিরুদ্ধে পুরনো নানা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি কাগজপত্র যাচাই করা হচ্ছে।
রংপুর দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ এ অভিযোগের তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা সোমবার হাসপাতালে গিয়ে কিছু অনিয়মের সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। তথ্য-প্রমাণ সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
দুদকের অভিযোগে বলা হয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালনের সময় ডা. আবু আল হাজ্জাজ সরকারি কয়েক লাখ টাকা তুলেছেন। কিছু টাকা তিনি খরচ করলেও বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। বিভিন্ন সময়ে হাসপাতালের মালামাল কেনার নামে তিনি নকল ভাউচার জমা দিয়েছেন।
হাসপাতালের কোয়ার্টারে বসবাস করা কর্মকর্তা-কর্মচারীদের জমা দেয়া টাকার একটি অংশ তিনি নিজের কাছে রেখেছেন। যন্ত্রাংশ বিক্রি করে দিয়ে তিনি পুরাতন দুটি অ্যাম্বুলেন্স অচল করে রাখেন। আবার নতুন অ্যাম্বুলেন্স মেরামতের নামেও তিনি বিল ভাউচার তৈরি করে টাকা হাতিয়ে নেন। অ্যাম্বুলেন্সের আদায় করা ভাড়ার প্রায় পুরোটাই তিনি আত্মসাত করেন।
অভিযোগে জানা যায়, ডা. আবু আল হাজ্জাজ হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতার বরাদ্দ থেকেও টাকা সরিয়েছেন। মোটরসাইকেলে যাতায়াত করে তিনি বিল তুলেছেন সরকারি জিপের। আর সরকারি গাড়ি ব্যবহার করেছেন তার পরিবার সদস্যরা। হাসপাতালের ওষুধ চুরির অভিযোগও আছে তার বিরুদ্ধে।