ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, বেলা ১টার দিকে দুই ভাই-বোন সেনুয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে বড় বোনের অগোচরে নদীতে ডুবে যায় প্রীতম। খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় প্রীতমকে উদ্ধার করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঠাকুরগাঁওয়ে বোনের সঙ্গে গোসল করতে নেমে নদীতে ডুবে ভাইয়ের মৃত্যু হয়েছে।
পৌরসভার সেনুয়া নদীতে সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ১৩ বছরের কিশোর প্রীতম দাস শহরের হলপাড়া মহল্লার সুমন দাসের ছেলে।
পরিবারের বরাতে তিনি জানান, বেলা ১টার দিকে দুই ভাই-বোন সেনুয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে বড় বোনের অগোচরে নদীতে ডুবে যায় প্রীতম।
খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় প্রীতমকে উদ্ধার করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।