চট্টগ্রামের পাহাড়তলী মার্শাল ইয়ার্ডে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের পাহাড়তলী মার্শাল ইয়ার্ড থেকে পরিষ্কার শেষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বের করার সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি। ক্ষতিগ্রস্ত ট্রেনটি একই সময়ে বিপরীত দিক থেকে মার্শাল ইয়ার্ডে প্রবেশ করছিল।
এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ধাক্কা লাগার কারণে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তিনটি নতুন বগি সংযুক্ত করে দুপুর সাড়ে ১২টার পরিবর্তে বেলা ২টা ১৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।’
কমিটিতে আনসার আলী ছাড়া অন্য দুই সদস্য হলেন বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী ওয়াহিদুর রহমান এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।