সাতক্ষীরা শহরে চেতনানাশক স্প্রে ও দুটি টিপ ছুরিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলা শহরের কোটালিপাড়ার কান্দিআম্বর এলাকার হাবিবুর রহমান ওরফে বাবু ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদোঘাটা এলাকার হিমালয় মণ্ডল।
সোমবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ‘সকালে ওই দুজনকে আদালতে তোলা হয়েছে।’
তিনি জানান, সংঘবদ্ধ অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য শহরের খুলনা রোড মোড় এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে রাতে এসআই শিমুল হালদার ও এএসআই মাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়।
সেখান থেকে পার্টির ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক স্প্রে ও দুটি টিপ ছুরি জব্দ করা হয়।