ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে কাউকে আটক করা হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষার্থীরা জানান, রোববার বিকেলে কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে তল্লাশি অভিযান চলে। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংগঠিত সংঘর্ষে নিহত নাহিদকে হত্যায় শনাক্ত ইমন এই কক্ষটিতে থাকতেন বলে তথ্য ছিল গোয়েন্দাদের কাছে৷ এই কক্ষ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযানের পর ডিবি ও র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তল্লাশি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কলেজটির আন্তর্জাতিক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান। তবে তিনি এটিকে অভিযান বলতে নারাজ।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘এটা অভিযান না। ওরা কিছু তথ্যের ভিত্তিতে আমাদের ছাত্রাবাসের ১০১ নম্বর রুমে এসেছিল। তারা মূলত কিছু মোবাইলের ট্রেস পেয়েছিল। তাই সেগুলো নিতে এসেছে।’
অভিযানে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে আটকের গুঞ্জন শোনা গেলেও তা নিশ্চিত করতে পারেননি এই শিক্ষক।
মো. কামরুজ্জামান বলেন, ‘কাউকে আটক করা হয়েছে কি না সেটা আমি জানি না।’
অভিযানের আগে ডিবি ও র্যাবের পক্ষ থেকে অবগত করা হয়েছিল কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে কিছু জানানো হয়নি। তবে অধ্যক্ষ স্যারকে জানানো হয়েছে।’
বিষয়টি সম্পর্কে জানতে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।