কক্সবাজারের মহেশখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে গুলিবিদ্ধ হয়েছেন সভাপতি প্রার্থীসহ দুজন।
উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিপ্রার্থী মোহাম্মদ ফোরকান ও কর্মী আবুল কাসেম।
মহেশখালী থানার উপপরিদর্শক আবু বক্কর এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সম্মেলন উপলক্ষে সোতরিয়া বাজারে জড়ো হন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে দেয়া বক্তব্যে স্থানীয় কিছু নেতাকর্মীর সমালোচনা করেন সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। এতে উত্তেজিত হন ওই নেতাকর্মীরা। এক পর্যায়ে সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
ওসি আরও জানান, কিছুক্ষণ পর বাচ্চুর লোকজন গুলি করতে শুরু করে। তখন গুলিবিদ্ধ হন ফোরকান ও কর্মী কাসেম। তাদের মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘সম্মেলন ঘিরে তৃণমুল নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিলেন। সে সময় সাবেক চেয়ারম্যানের অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদ করায় গুলি চালানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম ও যুগ্ন সম্পাদক ব্রজ গোপালও সেখানে ছিলেন। তাদের সামনেই গুলি চালিয়েছে বাচ্চুর লোকজন। আমরা বিষয়টি পুলিশ ও দলের শীর্ষ নেতাদের জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান বাচ্চু বলেন, ‘এটি গুজব ছড়ানো হচ্ছে। ভুয়া খবর ছড়িয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে।’
মহেশখালী থানার উপপরিদর্শক আবু বক্কর নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি ওসি স্যারের নলজে আছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। তারপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’