বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪১ ডিগ্রি সেলসিয়াসে চুয়াডাঙ্গায় হাসফাঁস

  •    
  • ২৪ এপ্রিল, ২০২২ ২১:০৮

রিকশা চালক আব্দুর রহিম বলেন, ‘রোজা রাখছি। তবে রোববার রিকশা চালিয়ে তেমন কোনো রোজগার হয়নি। কারণ এই গরমে তেমন মানুষ বাইরে বের হচ্ছে না। রোজা রেখে এই গরমে রিকশা চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে।’

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাসফাঁস অবস্থা মানুষের। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।

রোববার সন্ধ্যায় ৬ টার দিকে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তীব্র গরম ও রোজার কারণে এদিন জেলার রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। যারা বের হয়েছেন কাজ শেষ করে দ্রুত বাড়ি ফেরার তাড়া দেখা গেছে তাদের মধ্যে। অনেকই নিয়মিত বিরতি দিয়ে বিশ্রাম নিয়েছেন। খেটে খাওয়া মানুষদের জটলা দেখা গেছে গাছের নিচে।

চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে কথা হয় রিকশা চালক আব্দুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘রোজা রাখছি। তবে রোববার রিকশা চালিয়ে তেমন কোনো রোজগার হয়নি। কারণ এই গরমে তেমন মানুষ বাইরে বের হচ্ছে না। রোজা রেখে এই গরমে রিকশা চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে।’

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক নিউজবাংলাকে জানান, কয়েক দিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন পর রোববার রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকতে পারে।

এ বিভাগের আরো খবর