দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আরও ৩৩ হাজার পরিবার নতুন ঘর পেতে যাচ্ছে।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারের হাতে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে রোববার বিকেলে কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মঙ্গলবার তৃতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনা মূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে এরই মধ্যে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন সারা দেশের ভূমি ও গৃহহীন প্রায় ১ লাখ ১৭ হাজার ৩২৯ পরিবার।’
একসঙ্গে এত মানুষকে বিনা মূল্যে বাড়িঘর দেয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন বলে মন্তব্য করেন তোফাজ্জল হোসেন মিয়া।
তিনি জানান, দেশে ভূমি ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ণ প্রকল্প নেয়া হয়। এর আওতায় ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ লাখ ৭ হাজার ২৪৪টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীনের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০’ প্রণয়ন করা হয়।
তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘১ লাখ ১৭ হাজার ৩২৯ পরিবারকে প্রথম ও দ্বিতীয় ধাপে দেয়া হয়েছে বাড়ি ও জমি। এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার আরও ৩২ হাজার ৯০৪টি পরিবার ২৬ তারিখ নতুন ঘর পেতে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্প, চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন বলে জানান তোফাজ্জল হোসেন মিয়া।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল, আশ্রয়ণ-২ প্রকল্প পরিচালক আবু ছালেহ মো. ফেরদৌস খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী।