চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও হবিগঞ্জের পর এবার রাজশাহীতে বহুজাতিক জুতা কোম্পানি বাটার শোরুমে নতুন প্রাইস ট্যাগ লাগিয়ে জুতার দাম বেশি নেয়ার প্রমাণ মিলেছে।
হাতেনাতে অনিয়ম ধরার পর রাজশাহী নগরীর নিউ মার্কেট আউটলেটকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বেলা ১১টার দিকে অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ে শুনানির পর জরিমানার আদেশ দেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি জানান, গত ২২ শুক্রবার বাটার এই বিক্রয়কেন্দ্রে অভিযানে পণ্যের গায়ে লেখা মূল্যের ওপর নতুন স্টিকার সাঁটিয়ে বেশি দাম নেয়ার তথ্য পাওয়া যায়।
একটি জুতার দাম রাখা হচ্ছিল ৯৯৯ টাকা। তবে সেই স্টিকার খুলে দেখা যায় পণ্যটির দাম ৭৯৯ টাকা। আরেকটি জুতায় ৯৯৯ টাকার প্রাইস ট্যাগে ৩০০ টাকা বাড়িয়ে নতুন স্টিকার সাঁটিয়ে ১ হাজার ২৯৯ টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়।
সেই দুটি জুতা জব্দ করে আউটলেট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর বিভাগীয় কার্যালয়ে তলব করা হয়। রোববার সকালে আউটলেটের ম্যানেজার আব্দুল করিম হাওলাদার বাটার পক্ষ থেকে হাজির হন ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে। তিনি দামের দুটি স্টিকার মারার পক্ষে কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর তাকে জরিমানা করা হয়।
দুর্ভাগ্যবশত ভুল
প্রাইস ট্যাগের ওপর নতুন স্টিকার সাঁটিয়ে বেশি দাম নেয়াকে ‘দুর্ভাগ্যবশত’ ভুল বলে আখ্যা দিয়েছেন বাটার রাজশাহী নিউ মার্কেট আউটলেটের ম্যানেজার আব্দুল করিম।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘এসব পণ্যের নির্ধারিত যে দাম ছিল, পরে তা বাড়ানো হয়েছে। বাড়তি দামের লেবেল লাগানোর সময় আগের লেবেলটিও থেকে গেছে। পুরাতনটির ওপর নতুন লেবেল লাগানো হয়েছিল। এই অপরাধেই শুনানি হয়েছে, জরিমানা হয়েছে। জরিমানা পরিশোধও করা হয়েছে।’
কতদিন আগে নতুন লেবেল লাগানো হয়েছে- জানতে চাইলে নির্ধারিত সময় না জানিয়ে তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগেই দাম বাড়ানো হয়েছে। এসব বিষয়ে এখান থেকে কিছু করার নেই। সবকিছু ঢাকা থেকেই নিয়ন্ত্রিত হয়।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ‘একটি পণ্যে একটিই লেবেল থাকবে। একটির ওপর আরেকটি লেবেল মেরে তারা কারসাজি করছিল। এ জন্য অভিযান চালানো হয়েছে। শুনানি শেষে জরিমানা করা হয়েছে।’
আরও চার জেলায় জরিমানা গুনেছে
এর আগে গত ২০ এপ্রিল বরিশাল ও হবিগঞ্জে একই কৌশলে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায় বাটার বিরুদ্ধে।
এর দায়ে বরিশালের চকবাজার ও হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোডের বাটার বিক্রয়কেন্দ্রকে জরিমানা করা হয়।
চকবাজারের শোরুম থেকে প্রবীর কুমার দাস নামে এক ক্রেতা ৯৯০ টাকায় স্যান্ডেল কেনেন। বাসায় গিয়ে তিনি দেখেন মূল্যনির্ধারণী ট্যাগের ওপর দুটি স্টিকার লাগানো। ওপরের স্টিকারে ৯৯০ টাকা লেখা থাকলেও নিচেরটিতে লেখা ৮৯০ টাকা।
হবিগঞ্জে অভিযানের খবরে অনেক জুতার ট্যাগ ছিঁড়ে ফেলেন বিক্রয়কেন্দ্রের কর্মচারীরা। তার পরও বেশ কিছু জুতায় কম মূল্যের পুরোনো ট্যাগের ওপর উচ্চমূল্যের নতুন ট্যাগ পাওয়া যায়।
তার আগের দিন কুমিল্লার কান্দিরপাড়ে এবং ১৮ এপ্রিল চট্টগ্রাম মহানগরের স্যানমার ওশান সিটি শপিং সেন্টারের ষষ্ঠতলায় বাটার বিক্রয়কেন্দ্রে একই রকম প্রতারণার প্রমাণ মেলে।
এর দায়ে কুমিল্লার বিক্রয়কেন্দ্রটিকে ২০ হাজার টাকা এবং চট্টগ্রামের বিক্রয়কেন্দ্রটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজশাহীতেও বাটার বিক্রয়কেন্দ্রে একই প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর ভোক্তা অধিকারের দল নগরীর তেরোখাদিয়া বাজারের বিসমিল্লাহ রেশন স্টোরে অভিযান চালায়। এই দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণ হওয়ায় দোকান কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে অভিযোগকারী ফাহমিদা আহমেদকে জরিমানার ২৫ শতাংশ অর্থ দেয়া হয়েছে। বাকি টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।