বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানের ভেতর কাপড়ে লুকানো ছিল ১০ কেজি স্বর্ণ

  •    
  • ২৪ এপ্রিল, ২০২২ ২০:১০

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেন, ‘রোববার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীরা বিমানের কার্গো হোলে বিশেষ তল্লাশির জন্য প্রবেশ করেন। ওই এয়ারক্রাফটের পেছনের দিকে কার্গো হোলের বর্জ্য ট্যাঙ্ক ড্রেন অ্যাক্সেস প্যানেনের ভেতরে নীল ও কফি কালারের মোট তিনটি কাপড়ের মধ্যে স্বর্ণ সেলাই করা অবস্থায় পাওয়া যায়।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে তিনটি কাপড়ের ভেতর থেকে ৮৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার মোট ওজন ১০ কেজি ২০৮ গ্রাম।

রোববার বেলা ১২টার সময় শারজাহ থেকে ঢাকায় ফেরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে স্বর্ণসহ সেলাই করা কাপড়গুলো জব্দ করা হয়।

বেলা সাড়ে ৩টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ সংবাদ সম্মেলনে বলেন, ‘রোববার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান অবতরণ করে। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত দপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদ পান যে বিজি-৩৫২ নম্বর ফ্লাইটে স্বর্ণ চোরাচালান সংঘটিত হতে পারে।

‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীরা বিমানের কার্গো হোলে বিশেষ তল্লাশির জন্য প্রবেশ করেন।’

বেলা সাড়ে ৩টায় বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি: নিউজবাংলা

আব্দুর রউফ আরও বলেন, “ওই এয়ারক্রাফটের পেছনের দিকে কার্গো হোলের ‘বর্জ্য ট্যাঙ্ক ড্রেন অ্যাক্সেস প্যানেল’-এর ভেতরে নীল ও কফি কালারের মোট তিনটি কাপড়ের মধ্যে স্বর্ণ সেলাই করা অবস্থায় পাওয়া যায়।

‘সেলাই করা কাপড়গুলো খুলে ৮৮টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণ আটকের বিষয়ে বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

এ বিভাগের আরো খবর