বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে কাউন্সিলরের মুখোমুখি করপোরেশনের কর্মীরা, মহাসড়ক অবরোধ

  •    
  • ২৪ এপ্রিল, ২০২২ ১৭:০৮

যার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তিনি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। তার দাবি, মেয়র সাদিক আব্দুল্লাহ তার বিরুদ্ধে সিটি করপোরেশনের কর্মীদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছেন।

এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ এনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তির মুখে পড়েছেন নগরবাসী। এ অবস্থার মধ্যেই ওই কাউন্সিলের সমর্থকরা আবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন।

যার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তিনি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। তার দাবি, মেয়র সাদিক আব্দুল্লাহ তার বিরুদ্ধে সিটি করপোরেশনের কর্মীদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছেন।

যাকে ‘মারধর করা হয়েছে’ তিনি সি‌টি কর‌পো‌রেশ‌নের ২০ নম্বর ওয়া‌র্ডের রোড ইন্স‌পেক্টর মো. রাজীব হোসেন খান।

রোববার বেলা ৩টার দিকে বিভাগীয় গণগ্রন্থাগারের সাম‌নে ২০ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিল‌রের কার্যালয় ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রেন সি‌টি কর‌পো‌রেশ‌নের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় কর‌পো‌রেশ‌নের ময়লার গা‌ড়ি দি‌য়ে সড়‌কে প্রতিবন্ধকতা সৃ‌ষ্টি করা হয়। এর প্রতিবা‌দে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভে নামেন পা‌নিসম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুখের অনুসারী কাউ‌ন্সিলর বিপ্লবসহ ১০ কাউ‌ন্সি‌লর ও তা‌দের অনুসারীরা।

সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। সিহাবুল ইসলাম নামে একজন ব‌লেন, ‘পা‌রিবা‌রিক কা‌জে রূপাতলী যা‌চ্ছিলাম। বি‌ক্ষোভকা‌রীরা অ‌টোরিকশা ঘু‌রি‌য়ে দি‌লে চরম বিপাকে পড়ি। জিয়া সড়‌কের সাম‌নে থে‌কে রূপাতলী পর্যন্ত এখন হে‌ঁটে যে‌তে হ‌বে।’

যাত্রী ইউসুফ আলী ব‌লেন, ‘আমরা সুনামগঞ্জ যা‌ব চারজন। অ‌নেক মালামাল র‌য়ে‌ছে। এখন মাথায় নি‌য়ে হাঁটা শুরু ক‌রে‌ছি।’

রোড ইন্স‌পেক্টর রাজীব হো‌সেন খান নিউজবাংলাকে ব‌লেন, ‘এক‌টি ভব‌নের প্ল্যান চেক কর‌তে যাওয়ার পর কাউ‌ন্সিলর বিপ্লব আমা‌কে ফোন দি‌য়ে নানা কথা ব‌লে হোসাই‌নিয়া মাদ্রাসায় ডে‌কে নেন। এরপর তাকে না বলে কেন প্ল্যান চেক করতে গিয়েছি সেই অভিযোগ তুলে আমা‌কে মারধর ক‌রেন। এরপর অন‌্য স্টাফরা এ‌সে আমা‌কে উদ্ধার ক‌রেন।’

এসব বিষ‌য়ে কাউ‌ন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ‘আমার ওয়া‌র্ডে একটা কাজ কর‌তে আসবে সেটা আ‌মিই জা‌নি না। আমার সব স্টাফ নিয়ে গেছে মেয়র সা‌দিক আব্দুল্লাহ। আ‌মি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করে‌ছি। আমার অ‌ফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আ‌মিও ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ কাউ‌ন্সিলর নিয়ে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর‌ছি।’

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন নিউজবাংলাকে বলেন, ‘দুই পক্ষ দুইটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভা‌বিক করার চেষ্টা কর‌ছি।’

এ বিভাগের আরো খবর