বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁধ ভেঙে বেড়েছে ছায়ার হাওরের পানি

  •    
  • ২৪ এপ্রিল, ২০২২ ১৩:৫৫

শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, ‘সুনামগঞ্জের শাল্লা, নেত্রকোণার খালিয়াজুড়ি ও কিশোরগঞ্জের ইটনায় ছায়ার হাওরের জমি পড়েছে। তবে অধিকাংশ জমি সুনামগঞ্জে। ইউএনও মহোদয় যে ৯০ ভাগ ধান কাটা শেষের কথা বলেছেন তা মানতে পারলাম না। কারণ হাওরে অর্ধেক ধান রয়ে গেছে।’

সুনামগঞ্জের শাল্লায় ফসল রক্ষা বাঁধ ভেঙে ছায়ার হাওরের পানি বেড়েছে। ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।

রোববার সকালে মাউতি বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছায়ার হাওরের কৃষক কমল দাশ বলেন, ‘শনিবার রাতে কালবৈশাখি ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টি হয়। ভোর থেকেই মাউতি বাঁধ ফেটে হাওরে পানি ঢোকা শুরু হয়। এরপর সকালে বাঁধ ভেঙে হাওরে প্রচুর পানি ঢোকে। আমার ধান ওই পানিতে তলিয়ে গেছে।’

ইউএনও আবু তালেব জানান, হাওরের পানিতে চাপ বেড়েছে। বাঁধ ভেঙে পানি ঢুকলেও ফসলের তেমন একটা ক্ষতি হবে না। কারণ এই হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ।

তবে শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর দাবি, এখনও হাওরের অর্ধেক ধান কাটা বাকি।

নান্টু বলেন, ‘সুনামগঞ্জের শাল্লা, নেত্রকোণার খালিয়াজুড়ি ও কিশোরগঞ্জের ইটনায় ছায়ার হাওরের জমি পড়েছে, তবে অধিকাংশ জমি সুনামগঞ্জে। ইউএনও মহোদয় যে ৯০ ভাগ ধান কাটা শেষের কথা বলেছেন তা মানতে পারলাম না। কারণ হাওরে অর্ধেক ধান রয়ে গেছে।’

এ বিভাগের আরো খবর