দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত কর্মকর্তাদের বারবার বদলিতে নাখোশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, ‘তাদের বদলির কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।’
সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন ও ডুয়েল গেজ রেল যোগাযোগ উন্নতকরণ প্রসঙ্গে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এ দুটি প্রকল্পের কাজ শুরু না হলে উন্নয়ন ব্যয় বাড়বে।’
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২০-২১ সালে নতুন যোগ দেয়া নার্সিং কর্মকর্তাদের ওই বরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘দেশে ৫ হাজার মানুষের জন্য মাত্র একজন নার্স। দুই হাজার মানুষের জন্য একজন ডাক্তার, যা অত্যন্ত অপ্রতুল। মানুষের প্রয়োজনীয় চিকিৎসায় ডাক্তার ও নার্স আরও বাড়াতে হবে।’
বহির্বিশ্বে নার্সদের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি নার্সদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর ওপর জোর দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার আয়োজনে বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ময়নুল হক ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।