সারা দেশের মতো শনিবার থেকে চট্টগ্রামেও শুরু হয়েছে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের আটটি টিকিট কাউন্টারের মাধ্যমে এসব টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া অনলাইনেও মিলছে ট্রেনের অগ্রিম টিকিট।
কাউন্টারগুলোতে শনিবার সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট। এসব কাউন্টার ও অনলাইনে প্রতিদিন বিভিন্ন রুটের ১০টি আন্তনগর ও স্পেশাল ট্রেনের ৭ হাজার ১৩৪টি টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও প্রথম দিনে তেমন ভিড় দেখা যায়নি কাউন্টারগুলোতে। বেলা ১১টার দিকে কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায় অধিকাংশই ফাঁকা। যারা টিকিট কাটতে আসছেন কোনো ধরনের অপেক্ষা ছাড়াই স্বাচ্ছন্দ্যে তা সংগ্রহ করতে পারছেন।
সিলেটের পাহাড়িকা এক্সপ্রেসের টিকিট কাটতে আসা সাকিব ইফতেখার নামের এক যুবক নিউজবাংলাকে বলেন, ‘প্রতি বছর অগ্রিম টিকিট কাটতে এসে ভোগান্তি আর অপেক্ষায় পুরো দিন চলে যায়। তবে এবার এমনটি হয়নি। কাউন্টারে এসেই কোনো ভিড় ছাড়াই আমি টিকিট সংগ্রহ করতে পেরেছি।’
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘সকাল থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত যাত্রীরা কাউন্টার থেকে অগ্রিম টিকিট কিনতে পারবেন। ২৭ এপ্রিলের অধিকাংশ ট্রেনের এসি-নন এসি আসন এখনও অবিক্রীত রয়েছে।‘প্রথম দিনে কাউন্টারগুলোতেও তেমন ভিড় নেই। ঈদ ২ বা ৩ মে হতে পারে এমন অনুমান করে যাত্রীরা হয়তো এত আগের ট্রেনের টিকিট কাটতে চাইছে না। যার কারণে ২৭ এপ্রিলের ট্রেনের টিকিট কিনতে কাউন্টারগুলোতে ভিড় কম।’
এবার ট্রেনের অগ্রিম টিকিট কাটতে যাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
এর মধ্যে শনিবার দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের যাত্রার টিকিট। রোববার দেয়া হবে ২৮ এপ্রিলের, সোমবার ২৯ এপ্রিলের, মঙ্গলবার ৩০ এপ্রিলের এবং বুধবার দেয়া হবে ১ মে এর অগ্রিম টিকিট।