রাজধানীর মিরপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর-১১ নম্বরে পোস্ট অফিস গলির মুখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
কটন টেক্সটাইল নামের পোশাক কারখানার শ্রমিকদের এই বিক্ষোভে দুই ঘণ্টা ওই সড়ক বন্ধ ছিল। পরে পরিস্থিতি শান্ত হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। যে কারণে চলতি মাসের শ্রমিকদের বেতন ও ঈদের বোনাস হয়নি। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেছন। বিজিএমইএর সঙ্গে বেতন বোনাস নিয়ে আলোচনা চলছে।
ওসি জানান, অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।