নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে ইটভাটায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুবর্ণচর উপজেলার ৬ নম্বর চর আমান উল্লাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কচ্ছপ মার্কেটের পূর্ব পাশে শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
৪২ বছরের লোকমান হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে। তিনি এসবিএম ব্রিকস নামের ইটভাটার শ্রমিক ছিলেন।
চরজাব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘শুক্রবার বিকেল থেকে লোকমান অসুস্থবোধ করছিলেন বলে ইটভাটার অন্য শ্রমিকদের জানান। সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে লোকমানসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক ভাটার কাঁচা ইট ত্রিপল দিয়ে ঢেকে দিতে যায়। ফেরার পথে তাদের পাশে বজ্রপাত হয়। এতে ভয় পেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান লোকমান।
‘অন্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল রায় বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ইটভাটা শ্রমিককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। শারীরিক পরীক্ষায় তার ওপর বজ্রপাতের কোনো লক্ষণ পাওয়া যায়নি। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।’
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।