চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভূতপুরা বাজারে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৩৫ বছরের মো. সোহেল কাশিয়াইশ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই ও একই এলাকার এজাহার মিয়ার ছেলে। আহতরা হলেন ওই এলাকার মো. সাজ্জাদ, সাদ্দাম হোসেন ও জয়নাল আবেদীন।
নিহতের বড় ভাই ইলিয়াস জসিম নিউজবাংলাকে বলেন, ‘তারাবির সময় আমার বড় ভাই চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে শরীফের কথা-কাটাকাটি হয়। পরে নামাজ শেষে সোহেল তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করায় সোহেলকে ছুরিকাঘাত করে সে। এ সময় তাকে বাঁচাতে আসা আরও কয়েকজনকেও ছুরিকাঘাত করে সে।
‘আমাদের ধারণা, ইউপি নির্বাচনের রেশ ধরে এটা হয়েছে। শরীফ কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে হেরে যাওয়া মো. কায়েছের অনুসারী।’
স্থানীয়দের বরাতে পরিদর্শক বলেন, ‘রাজনৈতিক বিরোধের জেরে কাশিয়াইশ ভূতপুরা বাজারে শরীফ নামের এক যুবকের ছুরিকাঘাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাইসহ ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শরীফকে পাওয়া যায়নি। এ ছাড়া কায়েছের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।