রাজধানীর আজিমপুরে একটি বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে আজিমপুরের ভিকারুননিসা স্কুলসংলগ্ন একটি সরকারি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী ব্যক্তির নাম নাজমুল ইসলাম। দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন আরিফুল, সাইফুল ও মুস্তাফিজ।
হতাহতদের সহকর্মী রজ্জব আলী জানান, রাতে পাঁচজন শ্রমিক লিফটের ১০ তলায় শিটের ওপরে দাঁড়িয়ে কাজ করছিলেন। হঠাৎ শিটের মাচা ভেঙে চার শ্রমিক নিচে পড়ে যান। তিনজন আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
তিনি জানান, এ ছাড়া একজন শ্রমিক ময়লার স্তূপের মধ্যে নিখোঁজ ছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নতুন মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাত পৌনে ১টায় নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, নিহত নাজমুলের বাড়ি নওগাঁওয়ের মান্দা থানার তানৈল গ্রামে। তার বাবার নাম আব্দুল হান্নান। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।