বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পিডবোটডুবি: মিলল নিখোঁজ সৈকতের মরদেহ

  •    
  • ২৩ এপ্রিল, ২০২২ ০৮:৩১

সন্দ্বীপ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বলেন, ‘উড়ির চরে সৈকতের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যায় খবর পেয়ে মরদেহটি কোস্ট গার্ডসহ আমরা উদ্ধার করি। আমরা সৈকতের মরদেহ পুলিশকে বুঝিয়ে দিয়েছি।’

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোট ডুবে নিখোঁজ শিশু মনির হোসেন সৈকতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উড়ির চর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। এই নিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ নিহত আনিকার যমজ দুই বোনের একজন।

সন্দ্বীপ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন নিউজবাংলাকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের মাইটভাঙ্গা ঘাটে যাওয়ার পথে বুধবার সকালে সন্দ্বীপ চ্যানেলে কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে ২০ যাত্রী নিয়ে ডুবে যায় স্পিডবোটটি। পরে অভিযান চালিয়ে ১৪ বছরের নুসরাত জাহান আনিকার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

তখন এক শিশু নিখোঁজ থাকার তথ্য জানালেও পরে জানানো হয় তিন শিশু নিখোঁজ। জীবিত উদ্ধার করা হয় ১৬ জনকে।

এর মধ্যে শুক্রবার সকালে দুই যমজ বোনের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এদিন সন্ধ্যায় উদ্ধার হয়েছে ১০ বছর বয়সী মনিরের মরদেহ।

কিরিটি রঞ্জন বলেন, ‘উড়ির চরে সৈকতের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যায় খবর পেয়ে মরদেহটি কোস্ট গার্ডসহ আমরা উদ্ধার করি। আমরা সৈকতের মরদেহ পুলিশকে বুঝিয়ে দিয়েছি।

‘এখন পর্যন্ত নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ নিহত আনিকার দুই যমজ বোনের একজন।’

এ বিভাগের আরো খবর