সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন রবীন্দ্র দাস ও টিপু দাস।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের দাভাঙ্গা হাওরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন জানান, বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে সৎকার করেছেন।
তিনি জানান, ৫৫ বছর বয়সী রবীন্দ্র দাস ও ২৫ বছর বয়সী টিপু দাস প্রতিবেশী ছিলেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম নিউজবাংলাকে বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে হাওরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু ঘটনা আমি রাতে জেনেছি। এর মধ্যে তাদের সৎকার হয়ে গেছে।’