সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে বাবলু বেপারী নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন।
উপজেলার দৌলতপুর ইউনিয়নে তেয়াশিয়া দক্ষিণ পাড়া গ্রামে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
৪০ বছর বয়সী বাবলু বেপারী ওই গ্রামের বাসিন্দা।
সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ইউপি সদস্য আব্দুল মালেক ও তার চাচতো ভাই মুছার সঙ্গে বিরোধ চলে আসছিল। জুমার নামাজের মোনাজাত শেষ হওয়ার আগেই আব্দুল মালেকের লোকজন মুছা লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বাবলু বেপারীসহ পাঁচ জন আহত হন।
এলাকার লোকজন আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাত ৮ ঘটিকার দিকে বাবলুর মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মালেক মেম্বার ও মুছার শত্রুতার জেরেই দুপুরে হামলা হয়েছে। মালেক মেম্বারের সমর্থকদের হামলায় বাবলু বেপারী নিহত হয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।