রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এতে কিছুটা কমেছে তাপমাত্রা; কমেছে গরমও।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয় নগরে। চলে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়।
কয়েক দিন ধরে তীব্র গরম। দম বন্ধ অবস্থা রাজপথে। সঙ্গে লেগে ছিল যানজটও। তবে ছুটির দিনের বৃষ্টিতে কিছুটা হলেও শীতল হয়েছে সে পরিবেশ। স্বস্তি এসেছে নগরবাসীর মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা নিউজবাংলাকে বলেন, ‘রাজধানী ঢাকাসহ, রাজশাহী, বগুড়া, পাবনা এসব এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির দেখা মিলছে। রাজধানীর আগারগাঁও এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে।’
তিনি জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। রাতেও এই তাপমাত্রা অব্যাহত থাকবে। আরও কয়েক দিন দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলবে। সঙ্গে হবে কালবৈশাখী ঝড়।
শাহনাজ সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে। আর নেত্রকোণায় হয়েছে ২৪ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে ২, ডিমলা ও কক্সবাজারে ১ মিলিমিটার এবং রংপুরে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের দক্ষিণাঞ্চল ছাড়া ঢাকাসহ প্রায় সব এলাকায় এখন কালবৈশাখী ঝড়ের দেখা মিলবে। ইফতারের আগে আগে দক্ষিণাঞ্চলেও ঝড় শুরু হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।