ময়মনসিংহের নান্দাইলে কারখানায় আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে দুই নারী নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি মামলা হয়েছে।
একটি মামলা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে এবং অপরটি হত্যা মামলা। বৃহস্পতিবার বিকেলে করা দুই মামলায় কারখানার মালিকসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ নিউজবাংলাকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ভাষাটি এলাকায় আতশবাজি ও পটকা কারখানায় বুধবার সকাল ৬টার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে মারা যান ওই এলাকার ৩০ বছরের নাছিমা বেগম ও ৪৫ বছরের আফিলা বেগম।
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম জানান, দুই বছর আগে ওই দুই নারীর বাড়ির পাশেই আতশবাজি তৈরির কারখানাটি গড়ে ওঠে। অনুমোদনহীন ওই কারখানায় তারা শ্রমিক হিসেবে কাজ করতেন।
মামলার বিষয়ে উপপরিদর্শক মোস্তাক আহমেদ বলেন, ‘এটি অবৈধ ব্যবসা, ওই কারখানার কোনো অনুমোদন নেই। এখানে বিপুলসংখ্যক পটকা ও পটকা তৈরির উপাদানের পাশে একটি বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে।
‘মূলত এসব থেকেই বিস্ফোরণ হয়ে ঘরের টিনের চালা উড়ে যায় ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এখানে অন্য কোনো ঘটনা নেই। তবে, বিস্ফোরণের সময় বজ্রপাত হচ্ছিল বলেই প্রথমে বজ্রপাতের কথা বলা হয়েছিল।’
মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলেও জানিয়েছেন উপপরিদর্শক।