ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরি এলাকায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী আব্দুর রশিদ ওই একই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে ওসি বলেন, ‘মুরগির খামারটি আব্দুর রশিদের নিজের। বিকেলে খামারে মুরগির খাবার দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন রশিদ। এতে ঘটনাস্থলেই রশিদের মৃত্যু হয়।’
ওসি কাদের বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই৷ তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’