বিশ্ব ধরিত্রী দিবস-২০২২ উপলক্ষ্যে সেমিনার করবে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।
রাজধানীর সিরডাপ সেমিনার হলে শুক্রবার বিকেল ৪ টায় ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক এ সেমিনার হবে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দলীয় সূত্রে জানা গেছে, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।
সেমিনারে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি সোহেল হায়দার চৌধুরী সহ অনেকে।
এতে স্বাগত বক্তব্য দেবেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা বাড়াতে ১৯৭০ সাল থেকে প্রতিবছর ২২ এপ্রিল ধরিত্রী দিবস পালন হয়ে আসছে। যুক্তরাষ্ট্রে সে সময় প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন জলবায়ু সম্পর্কে সচেতনতা বাড়াতে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সিনেটর গেলর্ড নেলসনকে ধরিত্রী দিবসের প্রবক্তা বলা হয়, তার নেতৃত্বেই এ প্রয়াস শুরু হয়। পরে বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলন ছড়িয়ে পড়ে।