মামলার জট কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুই দিনেই নিষ্পত্তি করা হয়েছে ৮ হাজার ৫১৭টি মামলা।
হাইকোর্ট বিভাগের ১৩টি বেঞ্চে ফৌজদারি বিবিধ মামলা (যা ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধরায় আনীত) এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বৃহস্পতিবার নিউজবাংলাকে বলেন, ‘বুধ ও বৃহস্পতিবার মোট ৮ হাজার ৫১৭টি মামলা নিষ্পত্তি করেছে আদালত।’
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, হাইকোর্ট বিভাগের ১৩টি বেঞ্চে নিষ্পত্তির জন্য ৮ হাজার ৮০৭টি মামলা তালিকায় ছিল। এসব মামলার মধ্যে জামিনসংক্রান্ত রুল শুনানির মামলাই বেশি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাসহ নানা কারণে দীর্ঘদিন ওই সব রুলের শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি মামলাজট নিরসনের উদ্যোগ নেন।
তার অংশ হিসেবে যাচাই-বাছাই করে এসব মামলার তালিকা করা হয়। পরে এসব মামলা ১৩টি বেঞ্চে ভাগ করে দিয়ে নিষ্পত্তি করা হয়।